টেলিভিশনে গ্রামীণ আবহের জনপ্রিয় দুই নাটক ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’। তুমুল দর্শক প্রিয়তায় পেয়েছিল নাটক দুটো। এই দুই নাটকের পেছনের কারিগর দুই বন্ধু, মাসুম রেজা ও সালাহউদ্দিন লাভলু। এই জুটি টেলিভিশন নাটকে অনেকগুলো ভালো কাজ দর্শকদের উপহার দিয়েছেন। তবে অজানা কারণে অনেকদিন ধরে তারা একসঙ্গে কাজ করা থেকে বিরত ছিলেন।
মিডিয়া পাড়ায় গুঞ্জন ছিল, তাদের মধ্যে কিছুটা দুরত্ব তৈরি হয়েছিল। তবে সবসময়ই তারা দুজন এইসব গুঞ্জনকে অস্বীকার করেছেন।
এবার নিন্দুকের মুখে জল ঢেলে দিয়ে তারা আবারও জুটিব্ধ হয়ে কাজ শুরু করলেন। টানা চার বছর পর বন্ধু মাসুম রেজার চিত্রনাট্যে সালাহউদ্দিন লাভলু নির্মাণ করছেন ঈদের জন্য বিশেষ ধারাবাহিক ‘ঝড়ে বক পড়ে’।
টিভি নাটকে ফোক ঘরানার সফল কাজের জন্য ইতিহাস হয়ে থাকবেন ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’-খ্যাত দুই বন্ধু নাট্যকার মাসুম রেজা এবং নির্মাতা-অভিনেতা সালাহউদ্দিন লাভলু। দু’জনে এক হয়ে প্রচুর একক ও সিরিজ নাটক করেছেন।
তবে মাঝে লম্বা সময় অজানা কারণে একে অপর থেকে খানিকটা দূরে ছিলেন দুই বন্ধু। অবশেষে সেই দূরত্ব ঘুচল। টানা চার বছর আবারও মাসুম রেজার চিত্রনাট্য নিয়ে শুটিং মাঠে নামলেন সালাহউদ্দিন লাভলু। নির্মাণ করছেন ঈদের জন্য বিশেষ ধারাবাহিক ‘ঝড়ে বক পড়ে’।
এ বিষয়ে সালাউদ্দিন লাভলু বলেন, “নাটকটির শুটিং চলছে। যার অন্যতম চরিত্রে অভিনয় করছেন জে এস হিমি। ৬ পর্বের নাটকটির বিষয় প্রেম ও গ্রামীণ আবহ।”
এক সঙ্গে কাজ করা নিয়ে মাসুম রেজা বলেন, “ঈদের নাটক লিখে দেয়ার জন্য হঠাৎ করে লাভলু ফোন দিলো। অনেকদিন একসঙ্গে কাজ করা হয়নি, তাই নাটকটি লিখে ফেললাম। আশাকরি দর্শকের ইদ আনন্দে এই নাটকটি বেশ উপভোগ্য হবে।”
মাসুম-লাভলু জুটির সর্বশেষ ধারাবাহিক হয় ২০১৮ সালে। আরটিভিতে ‘দ্য ভিলেজ ইঞ্জিনিয়র’ নামের ওই নাটকি প্রচারিত হয়েছিল।